Monday, July 18, 2011

মোরগ মোসাল্লাম

উপকরণ:

বড় মোরগ দেড় কেজি ১টি,

রসুনবাটা চা-চামচ,

আদাবাটা টেবিল চামচ,

মরিচবাটা চা-চামচ,

পেঁয়াজবাটা আধা কাপ,

পেঁয়াজের কুচি দেড় কাপ,

কিশমিশবাটা টেবিল চামচ,

আলুবোখরা ৬টি,

বাদামবাটা টেবিল চামচ,

পোস্তদানাবাটা টেবিল চামচ,

শাহী জিরাবাটা চা-চামচ,

সাদা গোলমরিচ গুঁড়া চা-চামচ,

গরমমসলা গুঁড়া চা-চামচ,

জায়ফল জয়ত্রি গুঁড়া কোয়ার্টার চা-চামচ,

গোলাপজল টেবিল চামচ,

পেস্তা বাদাম কুচি টেবিল চামচ,

টমেটো সস টেবিল চামচ,

ঘন দুধ আধা কাপ,

টক দই আধা কাপ,

মিষ্টি দই কোয়ার্টার কাপ

প্রণালি: মোরগ আস্ত রেখে চামড়া ছড়িয়ে ভেতরের ময়লা পরিষ্কার করে গলার হাড় পেটের ভেতরে ঢুকিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে আদা, রসুন লবণ দিয়ে মেখে রাখতে হবে। ডানা দুই পা একসঙ্গে সুতা দিয়ে বাঁধতে হবে। ঘি, তেল একসঙ্গে গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে মসলা মাখানো মুরগি দিয়ে ভুনা করতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে ভুনতে হবে। কিছুক্ষণ পর টক-মিষ্টি দই, আলুবোখরা, মরিচবাটা, বাদামবাটা, পোস্তদানাবাটা, কিশমিশবাটা, শাহী জিরাবাটা দিয়ে কিছুক্ষণ ভুনে গরম পানি দিতে হবে। মোসাল্লামের ঝোল কমে এলে দুধ গোলাপজল দিতে হবে। জায়ফল জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিতে হবে। তেলের ওপর এলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। পরিবেশন পাত্রে রেখে সুতা খুলে সেদ্ধ ডিম, বেরেস্তা, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে

No comments:

Post a Comment