আমার কথা

আর দশটা মেয়ের মত আমার ও বিয়ে র পর রান্নার শুরু | আমার রান্না র হাতেখড়ি দিয়েছেন আমার শাশুরী,তিনি খুব যত্ন করে আমাকে বেশ কিছু রান্না শিখিয়েছেন | তারপর তো বরের হাত ধরে পারিদিলাম এই সাত সাগর তের নদী পারে | এইখানকার রেস্তরার অল্প মশলার খাবার খেতে খেতে বিরক্ত হয়ে এবং প্রবাস জীবনের একাকিত্ব ঘোচাতে আমি শুরু করলাম কোমর বেধে রান্না | আমার এই আজকের রাধুনি হবার পিছনে আমার বরের কৃতিত্ব সবচেয়ে বেশি,সে উত্সাহ আর আগ্রহ না দেখালে আমার হয়ত আজকের এই রাধুনি হওয়া হত না |এখন চেষ্টা করছি পাকা রাধুনি হবার | সেই জন্য আপনাদের সবার দোয়া ভালবাসা আমার কাম্য |

Monday, July 18, 2011

চিকেন টিককা

উপকরণ

হাড় ছাড়া কিউব আকারে কাটা মুরগির মাংস পিস

আদাকুচি এবং আদাবাটা চা চামচ

লবঙ্গ এবং রসুনের মিশ্রণ ২টি

মরিচের গুঁড়া চা চামচ

হলুদের গুঁড়া আধা চা চামচ

লবণ আধা চা চামচ

দই কাপ

কারি পাউডার আধা চা চামচ

গরম মসলা আধা চা চামচ

লেবুর রস টেবিল চামচ

অলিভ অয়েল টেবিল চামচ

ধনেপাতা আধা চা চামচ

কর্ন স্টার্চ আধা চা চামচ

প্রণালি :প্রথমে কিউব করে কেটে রাখা চিকেনের সঙ্গে অন্য সব উপকরণ মিশিয়ে নিন। এরপর সব উপকরণ মেশানো চিকেন - ঘণ্টা এভাবেই রেখে দিন। এবার গ্রিলটিকে গরম করে নিন এবং চিকেন শিকের মধ্যে ঢুকিয়ে গ্রিল করতে দিন। এগুলো যখন গ্রিল হতে থাকবে তখন আধা কাপ ম্যারিনেড নিয়ে একটি ছোট পাত্রে রাখুন। তাপ দেয়ার আগে এতে আধা চা চামচ কর্ন স্টার্চ মিশিয়ে নিন এবং ঘন না যাওয়া পর্যন্ত একে তাপ দিতে থাকুন। চিকেন গ্রিল হওয়ার আগ পর্যন্ত সসটি একপাশে রেখে দিনসব কাজ ইতিমধ্যে মোটামুটি শেষ হয়ে গেছে। চিকেন গ্রিল সম্পন্ন হলে নামিয়ে আনুন এবং সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন

চিকেন ক্রাম স্টেক

উপকরণ:

মাঝারি মুরগি ১টা,

পেঁয়াজ কুচি আধা কাপ

, কাঁচামরিচ কুচি টেবিল-চামচ,

ধনেপাতা কুচি টেবিল-চামচ,

সয়া সস টেবিল-চামচ,

ওয়েস্টার সস টেবিল-চামচ,

লবণ পরিমাণমতো,

ডিম ১টা,

আদা বাটা চা-চামচ,

ব্রেডক্রাম পরিমাণমতো

প্রণালি: মুরগি চার টুকরা করে হাড় ছাড়িয়ে নিন। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, ডিম, সয়া সস, ওয়েস্টার সস আদা বাটা দিয়ে একসঙ্গে পেস্ট বানাতে হবে। মুরগির টুকরোগুলো এই মিশ্রণে ১০ মিনিট মেরিনেট করে রাখতে হবে। কাঁটাচামচ দিয়ে কেচে নিতে হবে। এবার ব্রেডক্রামে জড়িয়ে ছ্যাঁকা তেলে বাদামি করে ভেজে নিতে হবে।